সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবনের সামনে থাকা বাসের ৩৫ যাত্রী আহত, হেলপার নিহত

বিশেষ প্রতিনিধি: রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে পৌর ভবনের সামনে থাকা সাভার পরিবহনের একটি বাসের ৪৮ যাত্রীর মধ্যে ৩৫ জনই আহত হয়েছেন। এ সময় বাসচালকের সহকারী (হেলপার) ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ মার্চ) সাভার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন এ তথ্য জানান।
মনির বলেন, ‘সদরঘাট থেকে আমাদের সাভার পরিবহনের একটি বাস সাভারের উদ্দেশে ৪৮ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের সময় ফুলবাড়িয়ার জ্যামে ঘটনাস্থলে আটকে ছিল বাসটি। এ সময় হঠাৎ ভবনে বিস্ফোরণ ঘটে এবং ভবনের দেয়াল, গ্রিল, কাচ এসে গাড়িতে আঘাত করে। এতে বাসে থাকা ৪৮ যাত্রীর মধ্যে ৩৫ জনই আহত হয়। এ ঘটনায় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যায়।’
এ ছাড়া বাসের যাত্রীদের মধ্যে কমপক্ষে ৮ থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তখন সবাইকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে গেছে বলে জানান তিনি। তবে বাসের কত যাত্রী নিহত হয়েছে, নিশ্চিত করে বলতে পারছেন না সুপারভাইজার মনির।
উল্লেখ্য, রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশেরই মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। এরপর সেখান থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেখান থেকে ১২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে। আহত ১১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন ভর্তি আছে প্রায় ৬৭ জন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে। আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি। আমাদের ডাক্তার, নার্স যারা ছিল, সবাইকে আমরা এখানে নিয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে ইমার্জেন্সি ব্যবস্থা আছে ওসেক, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর তাদের ওয়ার্ড বা আইসিইউ যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের একটি ইমার্জেন্সি সিস্টেম আছে পুরো ঢাকার জন্য। এর মাধ্যমে সঙ্গে সঙ্গে সবাই মেসেজ পেয়ে এসে চিকিৎসা করছেন।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.