সিডনি টেস্টে খাজার জোড়া সেঞ্চুরি

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরে সবাইকে চমকে দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা। একই টেস্টে পরপর দুই ইনিংসে জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দশক সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটার।
করোনা আক্রান্ত হওয়া ট্রাভিস হেডের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পান খাজা। এরপর প্রথম ইনিংসে ১৩৭ রান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও করেন অপরাজিত ১০১ রান। ১৩৩ বলের ১০ চার ও দুই ছক্কায় সেঞ্চুরির দেখা পান খাজা।
আজ শনিবার (০৮ জানুয়ারি) সিডনিতে ১২২ রানের লিড ধরে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ৮৬ রান তুলতেই ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথসহ চার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়েন তারা।
চার ব্যাটারের বিদায়ের পর ক্রিজে আসেন খাজা ও গ্রিন। দারুণভাবে প্রতিরোধ গড়েন তারা। ব্যাট হাতে ওয়ানডে মেজাজে ছিলেন খাজা। এই যুগলের ১৮১ রানের জুটি ভাঙলে ইনিংস ঘোষণার পথে হাঁটে অজিরা। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট ২৬৫ রান তুলে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্সরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.