BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিডনিতে ইহুদি উৎসবে সন্ত্রাসী হামলা, বিশ্বনেতাদের নিন্দার ঝড়

সিডনিতে ইহুদি উৎসবে সন্ত্রাসী হামলা, বিশ্বনেতাদের নিন্দার ঝড়

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ।

গত ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে এই ভয়াবহ হামলার কড়া নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সিডনির জনাকীর্ণ বন্ডাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনা ‘অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইহুদি অস্ট্রেলিয়ানদের ওপর আক্রমণ মানে প্রতিটি অস্ট্রেলিয়ানের ওপর আক্রমণ। আজ রাতে প্রতিটি অস্ট্রেলিয়ানই আমার মতো আমাদের জীবনযাত্রার ওপর এই হামলায় গভীরভাবে মর্মাহত হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা এটি নির্মূল করব। সহিংসতা ও ঘৃণার এই জঘন্য ঘটনার মধ্যেও জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে।’

নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লুক্সন দুই দেশের ঘনিষ্ঠ বন্ধনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বন্ধুর চেয়েও কাছের। আমরা এক পরিবারের সদস্য। কিউইরা প্রতিদিন যে স্থানে ঘুরতে যায়, সেই বন্ডির মর্মান্তিক দৃশ্য দেখে আমি মর্মাহত। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সব নিউজিল্যান্ডবাসীর চিন্তা ও সহমর্মিতা রয়েছে।

যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসে ক্রিসমাস উদযাপনের সময় সিডনিতে সন্ত্রাসী হামলার ঘটনাকে ‘ভয়াবহ আক্রমণ’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এ হামলার জন্য দায়ীদের ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্দেহভাজনদের খুজেঁ বের করতে তদন্ত অব্যাহত আছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলার নিন্দা জানিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেন, ‘এই বিশ্বে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই। এই ভয়াবহ হামলার শিকার, ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার জনগণের সাথে আমাদের প্রার্থনা রয়েছে।

জাতিসংঘ মহাসচিব

সিডনিতে হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, সিডনিতে হানুকা উদযাপনে জড়ো হওয়া ইহুদি পরিবারগুলোর ওপর আজ নৃশংস হামলার ঘটনায় আমি স্তম্ভিত ও তীব্র নিন্দা জানাই।

ইসরাইল

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ এই হামলাকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বন্ডি সমুদ্র সৈকতে হনুক্কার প্রথম মোমবাতি জ্বালাতে যাওয়া আমাদের ইহুদি ভাইবোনদের ওপর অত্যন্ত নিষ্ঠুর আক্রমণ করা হয়েছে।

ইসরাইলের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বারবার অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন তারা পদক্ষেপ নেয় এবং অস্ট্রেলিয়ান সমাজে ছড়িয়ে পড়া বিরাট অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে লড়াই করে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, গুলিবিদ্ধ হয়ে নিহতদের মধ্যে কমপক্ষে একজন ইসরাইলি নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় একজন ইসরাইলি নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয়।

এছাড়া ফিলিস্তিন, যুক্তরাজ্য, জামানি, ফ্রান্স, নেদার‌ল্যান্ডস, ফিনল্যান্ড, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, ইতালি, স্পেন, আয়ারল্যান্ড, কাতার, তুরস্ক, লেবানন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সিডনিতে হামলার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?