সিটি কর্পোরেশনের কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হবে : মেয়র লিটন

:লীগ প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের সব কার্যক্রম আগামীতে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে সিটি কর্পোরেশনের সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আজ বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

সিটি কর্পোরেশনের পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ডের ওয়ার্ড সচিব, সুপারভাইজার ও কেন্দ্রীয় সুপারভাইজারদের সাথে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এই শহর আমাদের। শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সকলের। শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

বিনামূল্যে ডাস্টবিন বিতরণ শুরু হয়েছে, নগরীর মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি লিফলেটও বিতরণ করা হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সহযোগিতা কামনা করছি। আসুন সবাই মিলে সুন্দর নগরী গড়ে তুলি। মাননীয় মেয়র আরো বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে স্থায়ী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও শিশুপার্ক করার পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় প্রত্যেকটি ওয়ার্ডের ওয়ার্ড সচিব, সুপারভাইজার ও কেন্দ্রীয় সুপারভাইজারদের আরো দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ দেন মেয়র খায়রুজ্জামান লিটন।

সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.