বিটিসি স্পোর্টস ডেস্ক:প্রিমিয়ার লিগের টানা চার মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি হুট করে পথ হারিয়ে ফেলেছে। আর সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে লিগ টেবিলে শীর্ষে নিজেদের অবস্থান সংহত করেছে লিভারপুল। সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকায় নিজেদের শিরোপার দাবিদার হিসেবে দেখছেন দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।
লিগ ম্যাচে শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে জিতে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। একই দিন বড় ধাক্কা খেয়েছে সিটি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে তারা হেরে গেছে ২-১ গোলে।
প্রিমিয়ার লিগে ১১ ম্যাচের ৯টি জিতে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। দুইয়ে থাকা সিটির পয়েন্ট ২৩, তাদের জয় ১১ ম্যাচে সাতটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৪ ম্যাচেই হেরেছে পেপ গুয়ার্দিওলার দল।
প্রিমিয়ার লিগে ৩৩ মৌসুমের ইতিহাসে কেবল ষষ্ঠ দল হিসেবে ১১ রাউন্ড শেষে ৫ পয়েন্টে এগিয়ে গেছে লিভারপুল। এই পরিসংখ্যানের আগের পাঁচ দলই মৌসুম শেষে শিরোপা জিতেছিল, তার মধ্যে ২০১৯-২০ মৌসুমে আছে লিভারপুলও।
সব মিলিয়ে তাই এখন লিগ শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে আছে লিভারপুল। তাদের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মাক আলিস্তের অবশ্য মৌসুম শুরুর আগে নিজেদের এই অবস্থায় দেখেননি।
“আমরা যদি পাঁচ পয়েন্টের ব্যবধানে লিগে শীর্ষে থাকি, তাহলে এটা কিছু তো বুঝায়। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। মৌসুম শুরুর আগে যদি আমাকে জিজ্ঞাস করা হতো, আমি বলতাম আমরা (শিরোপার) দাবিদার না। তবে এখন মনে হচ্ছে আমরা দাবিদার।”
তবে এখনই বড় আশা করছেন না স্লট। তার মতে, এবারের মৌসুমটি সবার জন্যই হবে চ্যালেঞ্জিং।
“আমরা সত্যিই খুশি যে, আমাদের বেশিরভাগ খেলোয়াড় এই কঠিন সময়ে ফিট রয়েছে। সামনের ম্যাচগুলোর দিকে যদি তাকাই, সেগুলো কঠিন। সবমিলিয়ে এবারের মৌসুমটি কঠিন হবে। ব্যবধান কম থাকবে। আমরাও এগিয়ে আছি তবে সেই ব্যবধানটা ছোট। সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।” #
Comments are closed, but trackbacks and pingbacks are open.