সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকই উপসর্গহীন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে নতুন করে আক্রান্তদের মধ্যে কমপক্ষে অর্ধেকই উপসর্গহীন করোনায় আক্রান্ত। আজ সোমবার (০৮ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন সিঙ্গাপুর সরকারের করোনা ভাইরাস টাস্কফোর্সের সহকারী প্রধান লরেন্স ওং। আর এ জন্য দেশটিতে খুব দ্রুতই করোনার বিস্তার ঠেকাতে যে কড়াকড়ি আরোপ করা হয়েছিল সেটি তুলে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সিঙ্গাপুরে প্রায় দুই মাসের লকডাউনের পর স্কুল এবং কিছু ব্যবসা বাণিজ্য চালু করা হলেও অনেক বাসিন্দাই এখনো বাড়ি থেকে কাজ করছেন।

এ বিষয়ে লরেন্স ওং বলেন, আমাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বলছি যে উপসর্গ নিয়ে করোনায় আক্রান্ত একজন রোগীর বিপরীতে আপনি একজন উপসর্গহীন রোগী পাবেন। আর ঠিক এই কারণেই আমরা খুব সাবধান হয়ে পুনরায় খুলে দেয়ার বিষয়ে পরিকল্পনা করছি।

সিঙ্গাপুর একটি ছোট দেশ হলেও এশিয়া মহাদেশের মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম এটি। দেশটিতে এ পর্যন্ত ৩৮ হাজারের বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই প্রবাসী শ্রমিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.