সিকিম সীমান্তে ভারত-চীন সেনাদের সংঘর্ষ, আহত দুই দেশের ১১ সেনা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনার আবহের মধ্যেই সিকিমে ভারত-চিন সীমান্তে সংঘর্ষ হয়ে দুই দেশের সেনা বাহিনীর মধ্যে।

এনডিটিভি জানাচ্ছে, নর্থ সিকিমের নাকু লা-তে গতকাল শনিবার (০৯ মে) রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় সেনা ও চীনের সেনারা। সীমান্তে দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্ক। আর সেই তর্ক থেকেই হাতাহাতিতে পৌঁছায় সেনার কয়েকজন।

এই সংঘর্ষে আহত হয়েছেন ভারতীয় সেনার ৪ জন ও চীনের ৭ জন সেনা।

আজ রবিবার (১০ মে) ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,  দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয় কর্মকর্তারা আলাপের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেন।

নাকু লায় কোনও সড়ক যোগাযোগ নেই। এলাকাটির রক্ষণাবেক্ষণ করা হয় হেলিকপ্টারের সাহায্যে। নিয়মিত নজরদারি চালানোর সময় দু’দেশের সেনারা মুখোমুখি হয়। সেক্টরটি মুগুথাংয়ের সামনের দিকে অবস্থিত। তাই এই অঞ্চলে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঝুঁকি খুবই কম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.