সিকিমে ভয়াবহ পরিস্থিতি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সিকিমে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
শুক্রবার (৬ অক্টোবর) পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে তিস্তা নদীতে পাওয়া গেছে ২২ জনের মৃতদেহ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
আকস্মিক বন্যায় হুমকির মুখে পড়েছেন ২২ হাজার বাসিন্দা। ভেঙে পড়েছে ১১টি সেতু। বিভিন্ন স্থানে আটকা পড়েছেন অন্তত কয়েক হাজার পর্যটক।গত মঙ্গল ও বুধবার রাতে সিকিমের লাচেন উপত্যকার লোনাক হ্রদের ওপর মেঘভাঙা বৃষ্টি হয়।
ভারতের আবহাওয়াবিদরা বলেছেন, এক ঘণ্টায় ১০০ বর্গকিলোমিটার এলাকায় ১০ সেন্টিমিটার অথবা আধা ঘণ্টায় ৫ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হলে সেটাকেই মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট বলা হয়। মেঘভাঙা বৃষ্টির পর পার্বত্য সিকিমের লোনাক হ্রদ বুধবার উপচে পড়ে বড় বন্যা দেখা দেয়।
সিকিমের মুখ্য সচিব বিজয় ভূষণ পাঠক বলেন, লাচেন এবং লাচুংয়ে প্রায় ৩ হাজার মানুষ আটকা পড়েছেন।
মোটরসাইকেলে করে সেখানে যাওয়া ৩ হাজার ১৫০ জনও বন্যার কারণে আটকা রয়েছেন। আমরা সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে সবাইকে সরিয়ে নেব।
পরিস্থিতি আরও খারাপের আশঙ্কায় পর্যটকদের এখন সিকিমে না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.