সিংড়া পয়েন্টে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপরে আত্রাই নদীর পানি


নাটোর প্রতিনিধি: নাটোরে সিংড়ায় আত্রাই নদীর পানি আজ বুধবার (২২ জুলাই) বিপদ সীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । গত ২৪ ঘন্টায় ১০ সেন্টিমিটার বেড়েছে এ নদীর পানি। ক্রমাগত বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি পরিবারের অনেকে আত্মীয় ও প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩০টি পরিবার। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সিংড়া-কলম সড়কের বলিয়াবাড়ী এলাকার রাস্তা। যেকোন মুহূর্তে ধসে যেতে পারে এ রাস্তাটি। এছাড়া বিলদহর জেলেপাড়া সব বাড়িতেই ঢুকে পড়েছে পানি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ বুধবার (২২ জুলাই) সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ৭৫ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হচ্ছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত ৫-৬টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩০টি পরিবার গবাদি পশুসহ আশ্রয় নিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রশাসন সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.