সিংড়া পৌরসভায় ফেরদৌস পুনরায় নির্বাচিত


নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভায় মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। আজ শনিবার সন্ধ্যা সাত টায় রিটার্নিং অফিসার অফিস সূত্রে এই ফলাফল জানা যায়।
সিংড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১৯৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলাম পেয়েছেন ১৩১২ ভোট। এ নির্বাচনে ভোট প্রয়োগের হার ৭৮%।
সাধারণ কাউন্সিলর পদে ৮ নম্বর ওয়ার্ড থেকে বাবুল হোসেন বাবু নামে একমাত্র বিএনপি সমর্থিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সকাল থেকেই সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট চললেও দুপুর একটার দিকে নানা অভিযোগ তুলে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী তায়জুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.