সিংড়া পৌরসভার ২০৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ


নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য ২০৮কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে শিশু পার্ক স্থাপন, সিংড়া বাস টার্মিনাল থেকে হাসপাতাল পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার এবং সড়কবাতি সহ পৌরসভার আয় বৃদ্ধিতে দুটি সুপার মার্কেট এবং দুটি কিচেন মার্কেট সহ বিভিন্ন প্রকল্প অর্ন্তভুক্ত করা হয়েছে।
বিশ্ব ব্যাংক ও স্থানীয় সরকারের সহযোগিতায় মিউনিসিপ্যাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এমজিএসপি) নামে এই প্রজেস্ট বাস্তবায়ণ করা হবে।
আজ বুধবার দুপরে পৌর হলরুমে অংশিজন সহ গণমাধ্যম কর্মিদের সাথে এনিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অর্থনৈতিক বিশেষজ্ঞ তরিকুল ইসলাম, অবকাঠামো প্রকৌশলী রাশেদুল ইসলাম, পৌর সচিব আব্দুল মতিন, গোল-ই আফরোজ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, প্রফেসর রাজেন্দ্র প্রসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, কাউন্সিলর জালাল উদ্দীন, প্যানেল মেয়র স›জয় কুমার সরকার সহ অন্যন্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.