সিংড়ায় ৩ হাজার তালের চারা রোপন করবে যুবদল

নাটোর প্রতিনিধি: “যুবদল সুপ্রভাত, লাগাবো তালগাছ ঠেকাবো বজ্রপাত” প্রতিপ্রাদ্য নিয়ে নাটোরের সিংড়া উপজেলায় ৩ হাজার তালের চারা রোপন করবে জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখা। বজ্রপাত রোধে জেলা যুবদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা তালের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন।
গত শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার তাজপুর ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় তালের চারা রোপন করবে যুবদল।
শনিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে অন্তত দুই সপ্তাহ। তালের চারা রোপনে জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, তালগাছে অপেক্ষাকৃত বেশি বজ্র আঘাত করে। তালগাছের মাধ্যমে বজ্রপাত প্রতিরোধ করা যায়। বজ্রপাত প্রতিরোধের লক্ষে আমরা সিংড়া উপজেলায় প্রায় ৩ হাজার তালের চারা রোপন করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.