সিংড়ায় মহিষ হাটের উদ্বোধন: ক্রেতা-বিক্রেতা পেলেন উপহার


নাটোর প্রতিনিধি: পৌরসভার রাজস্ব বৃদ্ধি ও হয়রানি থেকে বাঁচতে নাটোরের সিংড়ায় বিশাল মহিষ হাটের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় সিংড়া ফেরিঘাট এলাকায় গরু হাট সংলগ্ন প্রায় সাড়ে ৩ একর উন্মুক্ত জায়গায় এই হাট বসানোর ব্যবস্থা করেছে পৌর কর্তৃপক্ষ।
আর উদ্বোধনী হাটে প্রথম মহিষ ক্রেতা ও বিক্রেতার হাতে উপহার হিসেবে মোবাইল ফোন তুলে দেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এছাড়াও প্রত্যেক মহিষ বিক্রেতাকে গামছা উপহার দেওয়া হয়।
মহিষ ক্রেতা বালুভরা গ্রামের আবু সাইদ বলেন, এতদিন মহিষ কিনতে অনেক দুর দুরান্তে হাটে যেতে হত। পথে নিরাপত্তা হীনতা ও হয়রানির শিকার হতে হত। কিন্তু বাড়ির পাশে মহিষ হাট সাধারণ জনগণের মধ্যে স্বস্থি ফিরে এনেছে।
সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, পৌরসভার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে প্রতি সোমবার এখানে হাট বসানো হবে। আর পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, থাকা-খাওয়াসহ সার্বিক ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.