সিংড়ায় মহিলা আওয়ামী লীগের সম্মেলন ১লা এপ্রিল

নাটোর প্রতিনিধি: আগামী ১লা এপ্রিল, শুক্রবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নাটোরের সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী।
শামীমা হক রোজী জানান, এই সম্মেলনে গত ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ স¤পাদক প্রার্থীদের ফরম উত্তোলন ও জমা দেয়ার সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে ফরম জমা দিয়েছেন।
উপজেলা শাখায় সভাপতি পদে ১৭ জন ও সাধারণ সম্পাদক পদে ২১ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন।
এছাড়া পৌর শাখায় সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। আমরা আশা করছি আগামী ১লা এপ্রিল মহিলা আওয়ামী লীগের এই সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.