সিংড়ায় বন্যার পানিতে ব্রীজ ভেঙ্গে ৩০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় বণ্যার পানির স্রোতের কারনে বক্তারপুর ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রীজ ভাঙ্গার কারনে উপজেলা সদরের সাথে অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১৯৮৫সালে নির্মাণ করা হয় বক্তারপুর মোড়ের এই ব্রীজটি।

বন্যার পানি বৃদ্ধির কারণে আজ শুক্রবার দুপুরে হঠাৎ করে পানির স্রোতে ভেঙ্গে পড়ে ব্রীজটি। এতে করে বক্তারপুর, গোবিন্দনগর, বারইহাটি, ডাকমন্ডব, বামনহাট সহ অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রীজ ভেঙ্গে দ্রুত পানি নামার কারনে আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসীরা।

এদিকে খবর পাওয়ার পর সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মহাতো, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল সহ অন্যান্যেরা ভেঙ্গে যাওয়া ব্রীজ পরিদর্শন করেছেন।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান বিটিসি নিউজকে বলেন, রাস্তা যেটা ভাঙ্গছে, সেটা সংশ্লিষ্টদের নিয়ে রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে। তাছাড়া মানুষদের যোগযোগের জন্য বাশেঁর সাকোঁ তৈরী করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.