সিংড়ায় প্রাচীন কাঠের মূর্তি উদ্ধার নিয়ে হৈ চৈ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় প্রাচীন কাঠের মূর্তি উদ্ধার নিয়ে উৎসুক জনতার মাঝে হৈ চৈ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিয়াশ গ্রামের কারীকর পাড়ার স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজুর রহমানের পুরাতন পুকুর খনন কালে প্রাচীন কাঠের মুর্তি উদ্ধারের পর এই হৈ চৈ এর ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শীরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, বিয়াশ আদিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের র্পুব পাশে মাহফুর রহমানের পুকুর খননের সময় কাদায় মিশ্রিত একটি মূর্তি বের হয়। মূর্তিটি মুল্যবান ধাতব পদার্থের তৈরী বলে উৎসুক জনতার ভীড় লেগে যায়।

এসময় স্থানীয় ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন মুর্তিটিকে উদ্ধার করে ডাহিয়া ইউনিয়ন পরিষদে জমা দেন । পরে স্থানীয়রা মুর্তিটির গায়ে থাকা কাদা সরিয়ে ফেললে দেখা যায় এটি একটি শাল কাঠের তৈরী একটি মানুষের মূর্তি।

এ নিয়ে উৎসুক জনতার মাঝে হৈ চৈ শুরু হয় ।খবর পেয়ে পুলিশ কাঠের মুর্তিটিকে উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে যান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.