সিংড়ায় প্রশাসনের আত্রাই নদীর ৩টি সুঁতির বাঁধ অপসারণ


নাটোর প্রতিনিধি: সিংড়ার চলনবিলের আত্রাই নদী থেকে ৩টি অবৈধ সোঁতিজালের বাঁধ অপসারণ করা হয়েছে। আজ বুধবার দিনব্যাপি বৃষ্টিতে ভিজে নাটোর জেলা ও সিংড়া উপজেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই অবৈধ বাঁধগুলো অপসারণ করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চলনবিলের আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ সোঁতিজালের বাঁধ দিয়ে পানি আটকিয়ে মাছ নিধন করছিলো এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা।

খবর পেয়ে বুধবার আত্রাই নদীর সিংড়া উপজেলার বলিয়াবাড়ী, কালিনগর, নুরপুর ও বিলদহর এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ সোঁতিজালের বাঁধ অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান ও সাইফ-উল-আরেফীন।

অভিযানে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ এবং নাটোর জেলা ও সিংড়া থানা পুলিশসহ ২৫ জন শ্রমিক অংশ গ্রহন করেন।

এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিছেন স্থানীয় স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটিসহ এলাকার জনসাধারণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.