সিংড়ায় ধানের শীষের কর্মীকে মারপিট যুবলীগ কর্মীর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রচারণার সময় বিএনপি কর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ বিষয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৫শে জানুয়ারী) সন্ধ্যায় সোহাগবাড়ি এলাকায় ধানের শীষের প্রচারণার সময় বিএনপি কর্মী লিটনকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে স্থানীয় যুবলীগ কর্মী ইদ্রিস আলী। সে ঐ গ্রামের হাতেম আলীর পুত্র।
এ বিষয়ে বিএনপি প্রার্থী তায়জুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমরা নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধার শিকার হচ্ছি, ধানের শীষের কর্মী লিটনকে মারপিট করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চেয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত যুবলীগ কর্মী ইদ্রিস আলী বলেন, আমার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা। আমি লিটনকে চিনিই না।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সিংড়া থানার ওসিকে ব্যবস্থা নেয়ার জন্য সহকারি রিটার্নিং অফিসারের মাধ্যমে বলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.