সিংড়ায় ধর্মীও প্রতিষ্ঠানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ার ইটালী ইউনিয়নের বুড়িকদমা গ্রামের মোস্তফা ও আঃ মান্নান কতৃক ধর্মীও প্রতিষ্ঠানের জায়গা দখল,টাকা আত্নসাৎ ও মিথ্যা মামলায় সাধারন মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে বুড়ি কদমা
গ্রাম সহ এলাকাবাসী।
আজ শনিবার দুপুরে বুড়িকদমা গ্রামের রাস্তার দুই পাশে অনুষ্ঠিত দুই শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ
নেন।
বক্তব্য দেন- ওই গ্রামের মসজিদ কমিটির সভাপতি হামিদুল ইসলাম, ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কবরস্থান কমিটির সাধারন সম্পাদক আনছার আলী,মামলার ভুক্তভোগী রনি মন্ডলের স্ত্রী ছাবিনা খাতুন সহ অন্যরা।
বক্তারা বলেন, মোস্তফা ও আঃ মান্নান ধর্মীও প্রতিষ্ঠানের টাকা আত্নসাৎ ও জায়গা পত্তন করে দখলের চেষ্টা করলে আমরা গ্রামবাসী বাধা দেই এতে ক্ষিপ্ত হয়ে ওই ভুমিদস্যু মোস্তফা ও মান্নান গ্রামের ৪ নিরহ যুবকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গ্রামের সাধারন মানুষকে হুমকি দিয়ে আসছে। আমরা মিথ্যা মামলা প্রত্যাহার সহ ধর্মীও জায়গা উদ্ধারের দাবি জানাচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.