সিংড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক, অটোরিক্সা উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের সক্রিয় সদস্য খাইরুল বাশার মিঠুকে (২৫) আটক করেছে পুলিশ। মিঠু উপজেলার বিলদহর এলাকার মৃত ইয়াকুব প্রাং এর পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় অটোচালক একই উপজেলার খরমকুড়ি গ্রামের ওয়াজেদ আলীর অটোরিক্সা সিংড়া বাসষ্ট্যান্ড থেকে বন্দরের দিকে যাচ্ছিলেন, নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় যেতেই ডান পাশে বসে থাকা ডাকাতদলের সদস্য মিঠু অটোচালক ওয়াজেদের গলার ছুরি ধরে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেখানে আগে থেকেই আরও ৭/৮ জন ডাকাতদলের সদস্যরা ওঁৎ পেতে ছিলো, তারা ওয়াজেদকে মারপিট করে অটো নিয়ে পালানোর সময় অটোচালকের চিৎকার শুনে ঘটনাস্থলে থাকা সিংড়া থানা পুলিশের একটি টহল দল মিঠুকে আটক করে। এ ঘটনায় ওয়াজেদ মিঠুসহ আরও ৭ জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, আটককৃত মিঠু সক্রিয় ডাকাতদলের সদস্য, তাকে জিজ্ঞাসা করে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে, তাদেরকে আটকের চেষ্টা চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.