সিংড়ায় ক্লোজার বাঁধ অপসারণের দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ক্লোজার বাঁধ অপসারণের দাবীতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারন। আজ বুধবার সকাল ৯ টায় শিববাড়ি বাজারে মানববন্ধনে অংশ নেয় শত শত কৃষকসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক মতলেবুর রহমান, সাবেক ইউপি সদস্য রনজু আলী মৃধা, আব্দুল জলিল, মোহাম্মাদ আলী মানিক, ব্যবসায়ী রুস্তম আলী, যুবলীগ নেতা এসএম রিপন, সাগর আলী, ছাত্রলীগ নেতা রৌওনক হাসান হারুন প্রমূখ।
বক্তারা জানান, তেমুখ নওগাঁ বাজার সংলগ্ন রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত নাগর নদীর মোহনায় অবৈধভাবে ক্লোজার বাঁধ দেয়ায় প্রতিবছর আগাম বন্যা দেখা দেয়।
বন্যায় নদীপারের সকল মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আবাদী জমির ফসল ডুবে যাচ্ছে, এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে শত শত পুকুর ভেসে যায়, বারবার ক্ষতিগ্রস্ত হয় মৎস্য চাষীরা।
এজন্য তারা অবৈধ ক্লোজার বাঁধ দ্রুত অপসারনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.