সিংড়ায় আ’লীগের নির্বাচনী পোলিং এজেন্ট ও দলীয় প্রচারনা শীর্ষক কর্মশালা
নাটোর প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর ৩ সিংড়া আসনে আওয়ামী লীগের পোলিং এজেন্ট ও দলীয় প্রচারনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দিনব্যাপী পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় কর্মশালায় ১১৮টি ভোট কেন্দ্রের প্রায় ১২শ পোলিং এজেন্ট ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ এড. ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী, নাটোর ৩ সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুনাইদ আহমেদ পলক। কর্মশালায় প্রশিক্ষণমূলক দিক নির্দেশনা দেন, আতিকুর রহমান।
এ সময় সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.