সিংড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ : আহত-৭, ভাঙচুর-৫ বাড়ি

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে।
এই ঘটনায় সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুনের সমর্থকদের ৫টি বাড়ি ভাঙচুর করেছে ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালামের সমর্থকরা। বিকেলে উপজেলার বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডাহিয়া ইউনিয়নের বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করতে যান। এ সময় স্থানীয় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে বক্তব্য দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
পরে প্রতিমন্ত্রী অনুষ্ঠান শেষ করে চলে আসার পর উভয় গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়।
এই ঘটনার জের ধরে সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুনের সমর্থকদের ৫টি বাড়ি ভাঙচুর করেছে ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালামের সমর্থকরা। পরে সিংড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, লাঠিসোটা নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.