সিংড়ার স্থাপন দিঘী বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নাটোর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিংড়া উপজেলার স্থাপনদিঘী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন।
আজ রোববার( ২৩ মে) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উপজেলার স্থাপনদিঘী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের সাথে সংযুক্ত হয়ে এই ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি জনগণের দৌড় গোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিয়েছি।
এ সময় স্থাপনদিঘী বন্যা আশ্রয় কেন্দ্রে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও এম.এম সামিরুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থাপনদিঘী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল আমিন সরকার, স্থাপনদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান, চৌগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি আলতাব হোসেন, সাধারণ স¤পাদক আব্দুল বারিক প্রমুখ।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঐকান্তিক প্রচেষ্টায় ৩কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে ১২৭৮৮.২৫ বর্গ ফুট এই আশ্রয় কেন্দ্রটি নির্মিত হয়েছে। বন্যাসহ যে কোন দুর্যোগে স্থানীয় জনগণ এর সুফল ভোগ করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.