সিংড়ার ৫ লাখ মানুষকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছে সরকার

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ১৪ বছরে অবহেলিত সিংড়ায় যোগাযোগ, শিক্ষাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। ৫ লাখ মানুষকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন প্রধানমন্ত্রী। এখন মানুষ ঘরে বসে সেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ বিশ্বমানের সেবা পাচ্ছেন। সিংড়ায় একটি অত্যাধুনিক ডায়াবেটিক, দন্ত ও চক্ষু হাসপাতাল নির্মাণ করাহবে।
শুক্রবার সকালে সিংড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে কোর্ট মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা ওপ্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।
মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এরসভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে বারডেন হাসপাতালের আটজন বিশেষজ্ঞ ডাক্তারসহ মোট ২৮ জন ডাক্তার দিনব্যাপী প্রায় আড়াই হাজারেরও বেশি রোগীর চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানে সিংড়া নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল ইমরানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ,ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.