সিংড়ায় ২ লাখ ২০ হাজার ছাগল-ভেড়া পাবে পিপিআর রোগের টিকা

নাটোর প্রতিনিধি: ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় নাটোরের সিংড়ায় ২ লাখ ২০ হাজার ৫৬২টি ছাগল-ভেড়া পাবে পিপিআর রোগের টিকা।
১লা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ টিকা প্রদান করা হবে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম।
ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় সারাদেশে একযোগে ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
আগামীকাল সকাল ৬টা থেকে এই কার্যক্রম শুরু হবে। সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১৩টি টিম কাজ করবে। আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলবে। উপজেলার ২ লাখ ২০ হাজার ৫৬২টি ছাগল-ভেড়াকে এই টিকা প্রদান করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.