সিংড়ায় ২৬০ বস্তা ধানের মধ্যে ২৮ কেজি গাজা উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার (১০ জুলাই) দুপুর ১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৬০ বস্তা ধানের ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে পাচারকালে ২৮ কেজি গাজা এবং এই কাজে ব্যবহৃত ২৬০ বস্তা ধানসহ একটি ট্রাক এবং একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত শিমুল খাঁ (৩০)। সে পাবনা জেলার আমিনপুর উপজেলার বসন্তপুর গ্রামের নাসির খাঁর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর উপ- পরিদর্শক মোসাদ্দেক হোসেন এর নেতৃত্বে ১ টিম সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন জলারবাতা এলাকায় সন্দেহজনক ট্রাকের গতি থামিয়ে অভিযান করে। এসময় ২৮ বস্তা গাঁজা সহ শিমুলকে আটক করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.