সিংড়ায় শহীদের স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন

নাটোর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার কলম ডিগ্রি কলেজ এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটি এবং কলেজের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল হোসেন। ভুগোলের সহকারী অধ্যাপক ও পরিবেশ কর্মী হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রসায়ন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রাব্বানী, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ইউনুছ আলী, কলম ইউনিয়ন বিএনপির সভাপতি এজাজুর রহমান, সাধারণ সম্পাদক হায়দার প্রমূখ।
পরে কলেজ চত্বরে শহীদদের স্মরণে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.