সিংড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর সড়কে এই কর্মসূচি পালন করেন এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।
এসময় বক্তব্য দেন সারদানগর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মো. গোলাম হোসেন, মো. ইয়াকুব আলী, মো. মোফাজ্জল, মো. আমীর, মো. ওসমান গণি।
বক্তারা বলেন, নুর আলী, মো. শাহজাহান, ভুট্টু ও আফজাল হোসেন মসজিদের জমা টাকা, গাছ বিক্রি ও পুরাতন রড বিক্রির ১১ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪শে মার্চ ৬জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন মসজিদে সভাপতি মো. গোলাম হোসেন। এরপর ৪রা এপ্রিল ৮জনকে বিবাদী করে নাটোর আমলী আদালতে মামলার আবেদনও করেন তিনি। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.