BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

সিংড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

নাটোর প্রতিনিধি: অনলাইন জুয়া খেলা খেলা নিয়ে নাটোরের সিংড়ায় আপন দুই ভাইয়ের দ্বন্দ্বের জের মিমাংসা করতে এসে বড় ভাইয়ের শ্যালক কে খুন করেছে ছোট ভাই। নিহত ওই যুবকের নাম মিঠুন সাহ (৩০)।

সোমবার বেলা ১২ টায় সিংড়া পৌরসভার পেট্রোল বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ছুরিকাঘাত করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক মিঠুন সাহ উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ সাহ এর ছেলে এবং বিয়াস মাবিয়া মোড়ের চা দোকানি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেট্রোলবাংলা মহল্লার মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও তার আপন ছোট ভাই মাহামুদুল হাসান নিক্সন এর মধ্যে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সোমবার সেই বিরোধ মিমাংসা করতে এসে যুবক মিঠুন সাহ খুন হন।

এলাকাবাসী আরো জানান, নিশান ও নিক্সন দুই ভাই অনলাইন জুয়ায় আসক্ত ছিল। সম্প্রতি ছোট ভাই নিক্সন এর জুয়া খেলার কবলে পড়ে আপন বড় ভাই নিশান নিঃস্ব হয়ে পড়েন। এনিয়ে দুই ভাই দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে বড় ভাই নিশান এর প্রতিকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ছোট ভাইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট করেন। এই পোস্ট দেয়া নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকন বলেন, হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বুক ও গলায় ছুরিকাঘাত করা হয়েছে।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। হত্যার সাথে জড়িতকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আগামীর পরিকল্পনা জানালেন তারেক রহমান তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি : তারেক রহমান দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের বেসরকারি বিনিয়োগে তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ যোগ দেবে না স্পেন দেবী সরস্বতীর তাৎপর্য সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ উপদেষ্টা গ্রিনল্যান্ড সংকট: আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়াবে ডেনমার্ক ও ন্যাটো