BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

সিংড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

নাটোর প্রতিনিধি: অনলাইন জুয়া খেলা খেলা নিয়ে নাটোরের সিংড়ায় আপন দুই ভাইয়ের দ্বন্দ্বের জের মিমাংসা করতে এসে বড় ভাইয়ের শ্যালক কে খুন করেছে ছোট ভাই। নিহত ওই যুবকের নাম মিঠুন সাহ (৩০)।

সোমবার বেলা ১২ টায় সিংড়া পৌরসভার পেট্রোল বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ছুরিকাঘাত করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক মিঠুন সাহ উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ সাহ এর ছেলে এবং বিয়াস মাবিয়া মোড়ের চা দোকানি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেট্রোলবাংলা মহল্লার মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও তার আপন ছোট ভাই মাহামুদুল হাসান নিক্সন এর মধ্যে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সোমবার সেই বিরোধ মিমাংসা করতে এসে যুবক মিঠুন সাহ খুন হন।

এলাকাবাসী আরো জানান, নিশান ও নিক্সন দুই ভাই অনলাইন জুয়ায় আসক্ত ছিল। সম্প্রতি ছোট ভাই নিক্সন এর জুয়া খেলার কবলে পড়ে আপন বড় ভাই নিশান নিঃস্ব হয়ে পড়েন। এনিয়ে দুই ভাই দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে বড় ভাই নিশান এর প্রতিকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ছোট ভাইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট করেন। এই পোস্ট দেয়া নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকন বলেন, হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বুক ও গলায় ছুরিকাঘাত করা হয়েছে।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। হত্যার সাথে জড়িতকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আদমদীঘিতে ঘড়ের পালায় অগ্নিকান্ড লক্ষাধিক টাকার ক্ষতি আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার-২৪ নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা: চালকসহ নিহত-২ জামালপুরে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাজশাহী পদ্মার চরে পৃথক তিন অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার মৃত্যু সরকারি প্রতিষ্ঠান ও সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়