সিংড়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসৃচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১লা জুলাই) ১০ টায় নাটোর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি আফতাব আলী, সাবেক জেলা সভাপতি মীর কুতুবুল আলম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আল আমিন, শোলাকুড়া মাদ্রাসা সভাপতি গোলাম মোস্তফা, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.