BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংড়ায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এক পক্ষের দোয়া মাহফিল, ৫০০ গজ দূরে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

সিংড়ায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এক পক্ষের দোয়া মাহফিল, ৫০০ গজ দূরে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নাটোরের সিংড়ায় যখন বিএনপির মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পূর্ব ঘোষিত কুরআন খতম ও দোয়া মাহফিল চলছিল, ঠিক তখনি মাহফিলের ৫০০ গজ দুরে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা মনোনয়ন পুনরায় বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

মঙ্গলবার বাদ আছর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করেন নাটোর-৩ সিংড়া আসনে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সেখানে হাজার হাজার নেতাকর্মী যখন খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মোনাজাতে ব্যস্ত ঠিক তখনি সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন।

এই ঘটনায় বাসষ্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দোয়া মাহফিলের বীপরিতে পাল্টা বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিংড়া সরকারি কলেজ মাঠে কুরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৩ সিংড়া আসনে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সদস্য ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সভাপতিত্ব করেন সিংড়া শহর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি এ্যাডভোকেট শামীম হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, বিএনপি নেতা সাইদুর রহমান, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান, আনোয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউল গণি পলাশ, ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লিমন প্রমূখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আসাদুজ্জামান।

অপর দিকে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা দাউদার মাহমুদ।

সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, বিএনপির সদস্য বোরহান উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান, বিএনপি নেতা ইব্রাহীম হোসেন, মিজানুর রহমান প্রমূখ।

পরে অবশ্য বিক্ষোভ সমাবেশ শেষে সেখানেও খালেদা জিয়ার সুস্থ্যতা কামানায় দোয়া অনুষ্ঠিত হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম আব্দুর নূর বলেন, বিশৃংখলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে শান্তিপূর্ণ ভাবে দু’পক্ষের কর্মসূচি শেষ হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের সীমান্তে সংঘর্ষ চলছেই: থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার নিহত-১৭ গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার গাজা পরিকল্পনায় পাকিস্তানি সেনা পাঠানোয় আলোচনার কেন্দ্রে আসিম মুনির উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না : আসামের মুখ্যমন্ত্রী যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের অস্টেলিয়ার ঘটনাকে ‘চরম ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’ আখ্যা তুলসী গ্যাবার্ডের ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমান