সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী পলকের নির্বাচনী ইশতেহার প্রকাশ

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগে মনোনীত নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নান্দনিক, মানবিক ও স্মার্ট সিংড়া বাস্তবায়নে উপজেলার ৫ লক্ষ জনগোষ্ঠীর জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।
 বৃহস্পতিবার সকাল ১১ টায় তার নিজ বাসভবনে ২৫ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ইশতেহারে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন, মেডিকেল কলেজ স্থাপন, হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতকরণ, নার্সিং ইনস্টিটিউট স্থাপন, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, বিসিক শিল্প নগরী স্থাপন, শিশু পার্ক নির্মাণ, নলেজ পার্ক নির্মাণ, হরিজন স¤প্রদায়ের আবাসস্থল নির্মান, চলনবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন, সিংড়া – তাড়াশ এক্সপ্রেস ওয়ে সড়ক নির্মাণ এবং সিংড়া উপজেলাকে ২ টি উপজেলায় গঠন সহ নানা পরিকল্পনা তুলে ধরা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.