সিংড়ায় অবসরপ্রাপ্ত সেনা সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে সিংড়া ফেরিঘাট এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক আব্দুল হকের সভাপতিত্বে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকল সদস্যের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হন কর্পোরাল আব্দুল ওয়াদুদ স্বপন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সার্জেন্ট আলহাজ্ব মো. মহসিন আলম।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফজলু হক, ক্যাশিয়ার আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.