সালাহ উদ্দিন দ্রুত দেশের মানুষের কাছে ফিরতে চাই

 

ঢাকা প্রতিনিধিবিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে অবৈধভাবে ভারতে প্রবেশের মামলা থেকে খালাস দিয়েছেন দেশটির একটি আদালত। তাকে নিজের দেশ, বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।

গতকাল শুক্রবার আদালতের রায়ে মুক্তি পাওয়ার পর সালাহ উদ্দিন আহমেদ শিলং থেকে টেলিফোনে বলেন, আমি মনে করছি যে ন্যায়বিচার পেয়েছি আদালতের কাছ থেকে। ভারতের কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমার চিকিৎসা থেকে শুরু করে সব বিষয়ে সহযোগিতা করেছেন। এখন যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই আমার পক্ষে ভাল। আমি দ্রুত দেশের মানুষের কাছে ফিরতে চাই।

বিএনপির এই নেতা কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত হওয় যায়নি।

কক্সবাজারের এই বিএনপি নেতা দলের মুখপাত্র হিসেবে দায়িত্বপালনকালে হঠাৎ করেই ২০১৫ সালের মে মাসে নিখোঁজ হয়ে যান। এর কয়েকদিন পর ১১ মে মেঘালয়ের রাজধানী শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকায় উদভ্রান্ত অবস্থা তাকে খুঁজে পাওয়া যায়।

শিলংয়ের যে এলাকায় তাকে প্রথম দেখা গিয়েছিল, সেখানে প্রাত:ভ্রমণকারী ক’জনকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন যে তিনি শিলংয়ে। পুলিশকে খবর দিয়েছিলেন ওই প্রাত:ভ্রমণকারীরাই।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.