সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার জামথল ঘাট থেকে মাদারগঞ্জ বালিজুরি ইউনিয়নের চর শুভগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৪), নামাপাড়া গ্রামের বেলালের ছেলে মোঃ সাগর(২০), গাবেরগ্রাম গ্রামের নয়া মিয়ার ছেলে নূর নবী (১৮) ও সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের শাহাজালাল বাজারের টেংরাকুরা গ্রামের মৃত আনোয়ার এর ছেলে মোঃ আতিকুর (৩৫), জাহিদুল ইসলামের ছেলে মোঃ হাবিল মিয়া (২২), মোকছেদ মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (২০) কে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সে সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.