সারা ভারতের সাথে পশ্চিমবঙ্গেও মহাসমারোহে চলছে গঙ্গাসাগর ও পৌষপার্বন

কলকাতা (ভারত) প্রতিনিধি: সারা দেশের সাথে পশ্চিমবঙ্গে ও পালিত হচ্ছে মকর সংক্রান্তি তথা পৌষ পার্ব্বন।
পশ্চিমবঙ্গে গত ৮ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম চত্বরে শুরু হয়েছে সাগর মেলা।
পশ্চিমবঙ্গ সরকার এই উপলক্ষ্যে সাগরে গঙ্গা আরতি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। করা হয়েছে বিরাট সতর্কতা মূলক ব্যবস্থার। সরকারের আধিকারিকেরা তদারকি করছেন আনুষঙ্গিক বিষয় সমূহ।
এপর্যন্ত প্রায় ৭০হাজার মানুষ পুন্যস্নান করেছেন।সংখ্যাটি কয়েক লাখে গিয়ে পৌঁছবে বলে স্থানীয় খবরে জানা যাচ্ছে।
কোভিড পরবর্তী এই মেলায় পুন্যার্থীদের উৎসাহ ও নজরকারা। গত দু-বছরে কোভিডের জন্য সরকারিভাবে মেলা হতে পারেনি। এ বছর ভির ও মানুষের উৎসাহ বেশ নজর কারা।
যে কোনও রকমের অপ্রীতিকর ব্যবস্থার সামাল দিতে তৈরি থাকছে বিশেষ প্রশিক্ষক প্রাপকেরা।
সরকারের অনুমান প্রায় দশ লক্ষ পুন্যার্থীর সমাগম হতে চলেছে।
ভারতের বিভিন্ন প্রান্তে যেমন অসমে -বিহূ নামে, দক্ষিণের রাজ্য গুলোতে পোঙ্গল নামে এবং অন্যান্য রাজ্যে বিভিন্ন নামে সংক্রান্তি পালিত হয়ে থাকে।
এই উপলক্ষ্যে হয়ে থাকে বিভিন্ন আচার-উপাচার সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী গণ সবাইকে সংক্রান্তির শুভেচ্ছ জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.