ফেনী প্রতিনিধি: নানাবাড়ির আত্মীয় হিসেবে বৃহত্তর নোয়াখালীর সবক’টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ফেনীতে আমরা একটি মেডিকেল কলেজ করব। একইসাথে আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা যাতে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই।
আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, বহু বছর পরে ফেনীতে এসেছি। আজ সকালে আমার প্রথম মিটিং ছিল চট্টগ্রামে। চট্টগ্রামের সাথে আমার একটা আবেগের সম্পর্ক রয়েছে। আর ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক, তথা গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। আমার নানার বাড়ি এখানে।
তারেক রহমান সমাবেশে উপস্থিত হাজার হাজার কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে। ঠিক একইভাবে বিএনপিরও দাবি আছে আপনাদের কাছে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে সমস্যা দূর করার ব্যাপারে। ঠিক বিএনপির একটা দাবি আছে, আপনাদের কাছে? কী সেই দাবি? তা হলো ধানের শীষকে জয়যুক্ত করা।
ফেনীতে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা ও ইপিজেড স্থাপনের ব্যাপারে নোয়াখালীবাসীর দাবির প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, রফিকুল আলম মজনু একটু আগে বলল, ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার। ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করব। একইসাথে আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা যাতে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ার করতে চাই। এই হেলথ কেয়ার কী? এখানে অনেক মুরুব্বি উপস্থিত আছেন। আপনাদের মনে আছে, শহীদ জিয়াউর রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল, পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই পল্লী চিকিৎসকের মতো আমরা হেলথ কেয়ার করে দিতে চাই। যাদের কাজ হবে ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, যাতে করে ছোটখাটো অসুখ-বিসুখের চিকিৎসায় তারা মা-বোন ও শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দেবে। আর তাদেরকে (মা-বোন-শিশু) কষ্ট করে হাসপাতালে আসতে হবে না, যদি বড় কোনো অসুখ না হয়।

চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষ করে ফেনী পাইলট স্কুল মাঠে নির্বাচনি সমাবেশে তারেক রহমান এসে পৌঁছান সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। এখানে এসে তিনি মাগরিবের নামাজ আদায় করে মঞ্চে উঠেন।
ফেনীর সমাবেশ পরে তারেক রহমান যাবেন কুমিল্লার চৌদ্দগ্রামে। এরপর কুমিল্লার সোয়াাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের বালুর মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তারেক রহমান। এটি রাজধানীর বাইরে তার দ্বিতীয় প্রচারাভিযান।
ফেনী জেলার আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বিএনপির প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, রফিকুল আলম মজনু, মোহাম্মদ ফখরুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম বক্তব্য দেন।
এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, রেহানা আখতার রানু, হারুনুর রশীদ হারুন, বেলাল আহমেদ, শাহাবুদ্দিন সাবু, শাহানা আখতার সানু, মেজবাহ উদ্দিন খান, আবদুল লতিফ জনি, তাবিথ আওয়াল, আবুল তালেব, মশিউর রহমান বিপ্লব, জালাল উদ্দিন মজুমদার, নাছির উদ্দিন নাছির, ইয়াসীন আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

















