সারাদেশে ১ আগস্ট থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের হুঁশিয়ারি

খুলনা ব্যুরো: আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ আগস্ট থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরীর ইকোনমিক লাইফ ৫০ বছরসহ ৩ দফা আদায়ের লক্ষ্যে তারা এ আন্দোলন করছে ।
রবিবার (০৯ জুলাই) খুলনা ট্যাংকলরী ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
ব্যবসায়ীদের অপর দাবি হচ্ছে, তেল বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫% ও জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হিসেবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ।
এতে সংবাদ সম্মেলনে কি-নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এম মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাউল ইসলাম, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস, সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক শেখ মুৱাদ হোসেন, আব্দুল মান্নান খান, শেখ জামিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম নন্টু প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.