সারাদেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু
ঢাকা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে সব জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়। প্রতীক পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন প্রার্থীরা।
দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা ইসির দেয়া প্রতীকে নির্বাচন করবেন। এর আগে, রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ইসিতে চূড়ান্ত প্রার্থী তালিকা জমা দেয় রাজনৈতিক দলগুলো। যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের সবাইকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।
৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে ৪০ হাজার ১৮৩ কেন্দ্রে। মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ও নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.