সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা বিশ্বে অনন্য নজির – এমপি শিমুল
নাটোর প্রতিনিধি: নাটোর-০২ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা বিশ্বে অনন্য নজির স্থাপন করেছেন।
এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোরভাবে দমন করা হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খৃস্টান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। রাম ও রহিমের রক্তে এদেশের সবুজ প্রান্তর রঞ্জিত হয়েছিল।
আজ যদি আমরা অসম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে না পারি তাহলে কেন সেদিন ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য চেষ্টা করেছেন। তার সেই স্বপ্নই বাস্তবায়ন করছে বর্তমান সরকার।বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য চেষ্টা করেছেন। তার সেই স্বপ্নই বাস্তবায়ন করছে বর্তমান সরকার।
তিনি গতকাল রোববার (২৫ অক্টোবর) নাটোর নাটোর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করার সময় এসব কথা বলেন। পরে তিনি শুকুলপট্টি কারীমাতার জোড়া মিশব মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় শফিকুল ইসলাম শিমুল বলেন, নাটোর,নলডাঙ্গা সহ জেলায় যাতে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব দুর্গা পূজাা শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সেজন্য তিনি নিজে বিভিন্ন স্থানে কথা বলেছেন। ঘুরে ঘুরে দেখছেন।একই সাথে দলীয় নেতা কর্মিদের সার্বিক সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে ।
ইনশা আল্লাহ নাটোর জেলার কোথাও কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ঘটেনি। তাছাড়া শান্তিপূর্ণ ভাবে দুর্গা পূজা উৎসব পালনে যাতে বিঘ্ন না হয় সেজন্য জেলা ও পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এজন্য তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানান।পূজা মন্ডপ পরিদর্শনের সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি রত্না আহমেদ. জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.