সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা হলে কঠোর হস্তে দমন করা হবে, উজিরপুরে দুর্গাপূজা পরিদর্শনে – রেঞ্জ ডিআইজি

উজিরপুর প্রতিনিধি: বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান (পিপিএম) উজিরপুরের উগ্রতারা মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কোন মহল সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে অপপ্রচার চালিয়ে সংখ্যালঘু সহ দেশের ক্ষতি করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা ৯১ ও ২০০১ এর অবস্থায় ফিরে যেতে চাই না। এ দেশ অসাম্প্রদায়িক মুক্তিযোদ্ধার বাংলাদেশ।
২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটায় তারাবাড়ী উগ্রতারা মন্দিরে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান পিপিএম, সহকারী পুলিশ সুপার (আবাসিক পুলিশ অফিসার ডিআইজি অফিস) সোহেল পারভেজ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, মন্দির কমিটির সভাপতি দেবাশীষ দাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, অনুষ্ঠানের সঞ্চালনা করেন অমিতাব দাশ গুপ্তা।
পরিদর্শন শেষে প্রধান অতিথি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.