সামরিক হেফাজতে হৃদরোগে ভুগছেন মিয়ানমারের সু চি, ছেলের অভিযোগ
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি হৃদরোগে ভুগছেন এবং তার জরুরি চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন সু চির ছেলে কিম অ্যারিস। শুক্রবার (৫ সেপ্টেম্বর) যন্ত্রণাদায়ক ও ঝুঁকিপূর্ণ হেফাজত থেকে অবিলম্বে তাকে মুক্তির আবেদন জানান অ্যারিস।
অ্যারিস রয়টার্সকে জানান, তার ৮০ বছর বয়সী মা, যিনি ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে সামরিক হেফাজতে আছেন, তিনি প্রায় এক মাস আগে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করার কথা বলেছিলেন। কিন্তু তিনি তার অনুরোধ মঞ্জুর করাতে পারেননি।
লন্ডন থেকে ফোনে অ্যারিস আরও জানান, ‘যথাযথ পরীক্ষা ছাড়া তার চিকিৎসা করানো সম্ভব না। তার হার্টের পরিস্থিতি কেমন তাও জানা সম্ভব না। আমি অত্যন্ত চিন্তিত। এমনকি তিনি বেঁচে আছেন কিনা তা যাচাই করার কোনো উপায় নেই।’
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির প্রধান নেত্রী সু চি হাড় এবং মাড়ির সমস্যায়ও ভুগছেন বলে অ্যারিস জানান।
তিনি আরও যোগ করেন, সম্ভবত মার্চ মাসে এক ভূমিকম্পে তিনি আহত হয়েছিলেন, যেখানে ৩,৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। একটি ফেসবুক ভিডিওতে অ্যারিস সু চি এবং মিয়ানমারের সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.