সামরিক নজরদারিতে ইসরায়েলের গোয়েন্দা “ওফেক-১৬” স্যাটেলাইট উৎক্ষেপণ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সামরিক নজরদারি আরও উন্নত করার লক্ষ্যে নতুন গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে ইসরায়েল। ইসরায়েলের দাবী, তাদের নতুন স্যাটেলাইট উন্নতমানের নজরদারি-সুবিধা দিতে সক্ষম। নতুন স্যাটেলাইটের নাম “ওফেক-১৬”

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এটি গতকাল সোমবার (০৬ জুলাই) সকালে মধ্য ইসরায়েলের একটি উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয়ভাবে তৈরী সাভিট রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এর আগেও এখান থেকে ওফেক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেন, ‘আমরা সবদিক থেকে সবখানেই ইসরায়েলকে ক্ষমতাশালী করার পাশাপাশি সক্ষমতা বাড়াব। “ওফেক-১৬” মূলত উচ্চ সক্ষমতার ইলেকট্রো-অপটিক্যাল রিকনাইসেন্স স্যাটেলাইট। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এ প্রকল্পের দায়িত্বে ছিল।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.