সাভারের বংশী নদীতে ট্রলার ডুবে ৯টি কোরবানীর গরুর মৃত্যু

সাভার প্রতিনিধি:  সাভারে উলাইলে বংশী নদীতে কোরবানীর পশুবোঝাই ট্রলার ডুবে গেছে। এতে মানুষের কোনো ক্ষয়-ক্ষতি না হলেও ট্রলারে থাকা ৩৯টি গরুর মধ্যে ৯টি পানিতে ডুবে মারা গেছে।

আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে সাভারের উলাইলে কর্নপাড়া এলাকায় বংশী নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে। জানা যায়, ট্রলারটিতে মোট ৩৯টি গরু ছিল। গরুগুলো নিয়ে ব্যাপারিরা মানিকগঞ্জের সিংগাইর থেকে গাবতলীর পশুর হাটের দিকে যাচ্ছিলো। উলাইলের কর্নপাড়া এলাকায় বংশী নদীতে স্রোতের কারণে হঠাৎকরে ট্রলারটি ডুবে যায়। এসময় গরুর ব্যাপারীরা ও ৩০টি গরু নিয়ে তীরে উঠতে পারলেও ৯টি গরু মারা যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই তারিকুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নদীতে ডুবে ৯টি গরু মারা গেছে। বাকী ৩০টি গরুসহ ট্রলার থাকা মাঝি বা ব্যাপারিরা তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.