সাব-রেজিস্ট্রোর ইউসুফ’র ঘুষ বানিজ্য ও অনিয়মের বিরুদ্ধে শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সব-রেজিস্ট্রার ইউসুফ আলীর বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও জনসাধারণকে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সকালে সাবরেজিস্ট্রার এর অফিসের সামনের সড়কে বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রেসব্রিফিং করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম, জেলা কমান্ডের সহিত্যক ও সংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তোসলিম উদ্দিন, আহসান হাবিব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাবরেজিস্ট্রার ইউসুফ আলীর দ্বারা জনসাধারনকে হয়রানি, ঘুষ বাণিজ্য, পরবর্তী জনরোষের শিকার হওয়ায় এ ঘটনার দায় উপজেলা নির্বাহী অফিসারের উপর চাপানোর অপচেষ্টা আমরা শিবগঞ্জের মুক্তিযোদ্ধারা মেনে নিতে পারবো না, নির্বাহী অফিসার আবুল হায়াত একজন ভালো মানুষ, তার তার বিরুদ্ধে কোন অপপ্রচার চালালে আমরা এর চাইতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সেই সাথে দূর্ণীতিগ্রস্থ সাব রেজিস্টার ইউসুফ আলীর চাকরি থেকে অব্যাহতির দাবি জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.