সাবেক মন্ত্রী ও বিএনপি ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও বিএনপি ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি, সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিনুল হক ২০০১-০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। সর্বশেষ বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি। 


সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.