সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্রকে আদালত চত্বরে ডিম ছুড়ে মেরেছে ছাত্র-জনতা

খুলনা ব্যুরো: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্রকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অপহরণ ও ধর্ষণ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। খুলনার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
এদিকে, সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা নানা শ্লোগান দেয়। এক পর্যায়ে তার গায়ে ডিম ছুড়ে মারে ছাত্র-জনতা। উক্ত মামলার আরেক আসামী ইমরানকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,খুলনার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম বলেন, চলতি বছর জানুয়ারি মাসে তৎকালীন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষন করেন।
পরবর্তীতে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকাকালীন তাকে ফিল্মি স্টাইলে অপহরণ করে এজাজের সঙ্গীরা। এসব ঘটনায় সহযোগিতা করেন সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
এজন্য গত ২৯ সেপ্টেম্বর সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে প্রধান ও নারায়ন চন্দ্র চন্দকে ২ নম্বর আসামী করে আদালতে মামলা দায়ের হয়। মামলায় মোট ১২জনকে আসামী করা হয়। ওই মামলায় ২ নম্বর আসামী নারায়ন চন্দ্র ও ৮ নম্বর আসামী ইমরান হোসাইনকে আদালতে হাজির করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ন চন্দ্র চন্দকে আটক করে কারাগারে রাখা হয়েছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.