সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যানসহ আসামী-২২৭, সান্তাহারে যুবদল অফিসে অগ্নিসংযোগ ঘটনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সান্তাহার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সাবেক সাংসদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুসহ ৭৭ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২১) আগষ্ট সকালে আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার সাহাবুলের ছেলে পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সোমবার (১৯ আগষ্ট) দিবাগত রাতে সান্তাহার চায়নার মোড় এলাকায় পৌর ৪নং ওয়ার্ড যুবদল অফিসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে আসবাবপত্র পুড়ে দেয় ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ওই অফিসের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়।
থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.