সাবালেঙ্কার সামনে দাঁড়াতে পারেননি ঝেং

বিটিসি স্পোর্টস ডেস্ক: একজন নেমেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখতে। আরেকজনের কোন গ্র্যান্ডস্লাম ইভেন্টেরই প্রথম ফাইনাল ছিল এটি। চাইনিজ ঝেং কুইনয়েন সেখান থেকে নতুন আর কিছু যোগ করতে পারেননি তাঁর ক্যারিয়ারে। আরিনা সাবালেঙ্কার টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে তেমন বাধাই হতে পারেননি তিনি।
মেলবোর্নে ৬-৩ ও ৬-২ গেমে ফাইনাল জিতে নিয়েছেন বেলারুশের তারকা।
গত বছরটা দারুণ কেটেছে সাবালেঙ্কার। অস্ট্রেলিয়ান ওপেনেই প্রথম মেজর শিরোপা। এর পরের সব কয়টি গ্র্যান্ডস্লামেই ছিলেন অন্তত সেমিফাইনালে।
ফাইনাল খেলেন ইউএস ওপেনে। তাতে প্রথমবারের মত র‌্যাংকিংয়ের এক নম্বরেও উঠে আসেন। আমেরিকায় যে কোকো গাউফের কাছে হেরেছিলেন ফাইনালটা। এবারের আসরে সেই তাঁকেই হারিয়ে ওঠেন ফাইনালে।
প্রথমবার ফাইনালে ওঠা ঝেং দারুণ ছন্দে থাকা বেলারুশের এই তারকার সঙ্গে পেরে ওঠেননি তাই একেবারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.